Browsing category:

সম্পাদকীয়

বৈধতার সঙ্কট

এটি একক দলেরই বাহারি নামের বহিঃপ্রকাশ। ভোটে বিভিন্ন দল অংশ নিলেও ২৮টি দলের মধ্যে ২৩টি দলের কোনো প্রার্থী জয়লাভ করেনি। অবশেষে হিসাব নিকাশ করে দেখা গেছে যে, ৩০০ আসনের ২৯৮টিই তাদের। জানাই ছিল যে ডামি এমপিরা সরকারি দলে যোগদান করবে। গৃহপালিত বিরোধী দল বলে খ্যাত জাতীয় পার্টি নামকা ওয়াস্তে বিরোধী দল হতে পারবে কিনা সন্দেহ। হাস্যকরভাবে অন্যরা তাকিয়ে আছে প্রধানমন্ত্রীর দিকে বিরোধী নেতা হওয়ার জন্য। ‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ!