#সুফি বিনে
1 posts in this tag
ফ্রান্সে ডানপন্থীদের অগ্রযাত্রা থামাতে পারবে কি বামপন্থীদের ঐক্য?
ফ্রান্সের সাম্প্রতিক নির্বাচন বলছে উগ্র ডানপন্থীরা ক্ষমতার একেবারে দ্বারপ্রান্তে এসে পড়েছিল। একমাত্র যে বিষয়টি তাদের বিজয় ঠেকিয়ে দিতে পেরেছে, তা হলো উগ্র বামপন্থীদের ঐক্য। এতে করে উগ্র ডানেরা পরাজিত হয়েছে, মধ্যপন্থী এমানুয়েল মাখোঁর শিবির ৭০টি আসন হারিয়েছে এবং বামেরা সবার শীর্ষ অবস্থানে চলে এসেছে।