#ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

1 posts in this tag

সরকারের ‘দোষারোপ খেলা’ আর কত দিন চলবে?

শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রচুর রক্তক্ষরণ হয়েছে গত ১৫-২০ দিনে। রোববারও (গতকাল) অন্তত ৯৩ জন মারা গেছেন। একটা স্বাধীন দেশে এক দিনে এত প্রাণহানি মানা যায় না। যাঁরা ক্ষমতায় আছেন, তাঁরা রক্তগঙ্গার ওপর কত দিন থাকবেন? তাঁরা ব্লেম গেম (দোষারোপের খেলা) আর কত দিন খেলবেন?