#অ্যাডভোকেট তোফাজ্জল বিন আমীন

5 posts in this tag

ষড়ন্ত্রের ফাঁদে পড়তে যাচ্ছে দেশের ‘পোশাক শিল্প’

৫ আগস্ট স্বৈরশাসক পতন হওয়ার পর নতুন সরকার গঠিত হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর পরই দাবি আদায়ের হিড়িক দেখা যায়। সবাই নিজ নিজ দাবি নিয়ে রাজপথে নেমে পড়ে। যারা বিগত ১৫ বছর স্বৈরশাসকের শাসনামলে কোন দাবি উত্থাপন করেননি, তারাও এখন দাবি উত্থাপন করছেন।

চাঁদাবাজদের ‘খুঁটির জোর’ কি রাজনীতির মোড়কে?

চাঁদাবাজি এক ভয়ংকর আতঙ্কের নাম। একটি মারাত্মক অপরাধ। এ অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ঠিক ঘুষের মতোই। নীরবে নিভৃতে চলছে চাঁদাবাজি। তবু প্রতিরোধ সেভাবে করা যাচ্ছে না। সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। কারণ শুধুমাত্র চেহারার পরিবর্তন হয়। আগে চাঁদা নিত যদু। আর এখন নেয় মধু। অর্থাৎ যার নাম ভাজা চাল, তার নাম মুড়ি।

বাছ-বিচারহীন মামলায়, ন্যায়বিচার যেন ব্যাহত না হয়!

রাজনৈতিক বিরোধ, পারিবারিক বিরোধ, সামাজিক বিরোধ কিংবা অন্য কোন বিরোধে মানুষের হয়রানি হওয়ার ঘটনা নতুন না; বরং খুবই পুরাতন। তবে যে কোন ধরনের মামলা করার ক্ষেত্রে অবশ্যই আইনের চাহিদা অনুসারে মামলা করতে হবে। যেন ন্যায়বিচার ব্যাহত না হয়।

আওয়ামী লীগের ‘সংখ্যালঘু’ খেলা কবে বন্ধ হবে?

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজাগরণ শুধু বাংলাদেশ নয়; গোটা বিশ্ববাসী দেখেছে। এ গণজাগরণের বাধার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। পদত্যাগ করার কয়েকদিন আগেও তিনি বলেছিলেন দেশ ছেড়ে পালিয়ে যাবেন না।

চিকিৎসা সেবাও নাগালের বাইরে!

চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু এ অধিকার সবার ভাগ্যে জুটছে না। যাদের অর্থ বিত্ত আছে তারাই কেবল চিকিৎসার সুযোগ পাচ্ছে। আর যাদের অর্থ-কড়ি নেই, তারা হাসপাতাল তো দূরের কথা; বারান্দায়ও ঠাঁই পাচ্ছে না। অধিকাংশ মানুষ অর্থের অভাবে চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না। নিত্যপণের সাথে পাল্লা দিয়ে চিকিৎসা ব্যয়ও বাড়ছে।