#অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদার

1 posts in this tag

আতশবাজির অসুস্থ প্রতিযোগিতা কী ক্ষতি করছে?

আতশবাজি শুধু মানুষের জন্যই নয়, এটি পশুপাখির জন্যও ভয়ংকর ক্ষতির কারণ। ২০২১ সালে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানোর কারণে ইতালির রোম শহরে কয়েক হাজার পাখি মরে রাস্তায় পড়ে ছিল। এই পাখিগুলো হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল আতশবাজির বিকট শব্দের কারণে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, ভয়ে বাসাবাড়িতে ঢুকে পড়েছে অনেক পাখি। এতে পাখিদের স্বাভাবিক জীবনক্রিয়া ব্যাহত হয়।