ফিচার নিউজ প্রকাশনার সময়: শনিবার ২০, জানুয়ারী ২০২৪

পাইকগাছায় পুকুরে ইলিশ

Share on:

সরকারি পুকুরে আজকে মাছ ধরতে গিয়ে ভেটকি, রুই, কাতলা মাছের সাথে ইলিশ ২টি জালে ধরা পরে। এক একটা ইলিশের ওজন ৭০০ গ্রাম। স্থানীয়রা মাছ ধরার পর ইলিশ মাছ বলে নিশ্চিত করেছেন।


খুলনার পাইকগাছায় একটি সরকারি পুকুরে মিলল ২টি জীবিত ইলিশ মাছ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে এ মাছ ২টি ধরা পড়ে। পুকুরে ইলিশ মাছ পাওয়ার পর এলাকার মানুষ মাছ দেখতে ভিড় জমায়। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। এলাকাবাসী বলেন, পুকুরে ইলিশ মাছ পাওয়ায় আমরা আনন্দিত। এর আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন বলেন, পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সাথে ২টি ইলিশ মাছের দেখা পেলাম। সরকারি পুকুরে আজকে মাছ ধরতে গিয়ে ভেটকি, রুই, কাতলা মাছের সাথে ইলিশ ২টি জালে ধরা পরে। এক একটা ইলিশের ওজন ৭০০ গ্রাম। স্থানীয়রা মাছ ধরার পর ইলিশ মাছ বলে নিশ্চিত করেছেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম।

কিভাবে এলো তা বলতে পারবো না। তবে কয়েক বছর আগে প্লাবন হয়েছিল। তখন মনে হয় নদী থেকে মাছ ২টি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ ২টি বড় হয়েছে এটা নিশ্চিত। পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, নদীর পাড়ের পুকুরতো মনে হয় জোয়ারের পানিতে কোন এক সময় ইলিশ দু’টো ঢুকে পড়েছে। পরে পুকুরের পানিতে এডজাস্ট করে বড় হয়েছে।