পাঠকের কলাম প্রকাশনার সময়: শুক্রবার ১৯, জানুয়ারী ২০২৪

বাস চাই

Share on:

জনসাধারণের জান এবং মালের নিরাপত্তার স্বার্থে, লাকসাম কুমিল্লা সড়কে বাস চালু করা এখন সময়ের দাবি।


কুমিল্লা জেলার অন্যতম একটি প্রশাসনিক উপজেলা লাকসাম। যা কুমিল্লা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে ঢাকা নোয়াখালী প্রধান সড়কের পাশে অবস্থিত। প্রতিদিন কয়েক হাজার মানুষ বিভিন্ন কারণে কুমিল্লা থেকে লাকসাম এবং লাকসাম থেকে কুমিল্লা যাতায়াত করে থাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে লাকসাম থেকে কুমিল্লা কিংবা কুমিল্লা থেকে লাকসামে চলাচলের নির্দিষ্ট কোন বাস নেই। 

নোয়াখালীগামী কিছু বাস রয়েছে, লাকসামের যাত্রী তাদের গাড়িতে তুলে না। এমতাবস্থায় লাকসামবাসীদের একমাত্র ভরসা সিএনজি। যা গড়নে খুবই হালকা। এই সড়কে চলাচল করে ঢাকা থেকে চাঁদপুর, লাকসাম, নোয়াখালী এবং লক্ষ্মীপুরগামী নানান পরিবহনের এসি এবং নন এসি বাস। যার কারণে এসব বড় বাসের সাথে প্রায়শই সিএনজির ধাক্কা লেগে ঘটে নানা ধরনের বড় দুর্ঘটনা। এসব দুর্ঘটনার শিকার হয়ে প্রতিনিয়ত হারাচ্ছে অসংখ্য তাজা প্রাণ। বর্তমান সময়ে, কুমিল্লা লাকসাম সড়কে বাসের সাথে সিএনজির সংঘর্ষ যেন একটি নিত্যদিনের ঘটনা। 

এসব সংঘর্ষ আরো ভয়াবহ আকার ধারণ করে রাতের বেলায়। কেননা সিএনজি আকারে ছোট হওয়ায় রাতের বেলায় এসব দূর থেকে তেমন একটা দেখা যায় না। যা দুর্ঘটনার অন্যতম একটি কারণ। এমতাবস্থায়, জনসাধারণের জান এবং মালের নিরাপত্তার স্বার্থে, লাকসাম কুমিল্লা সড়কে বাস চালু করা এখন সময়ের দাবি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবে।

মোঃ ইব্রাহিম খলিল জসিম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।