লুট হওয়া সম্পদ ফেরত পাওয়ার দৃষ্টান্ত প্রশংসনীয়
Share on:
একটা গণ–অভ্যুত্থান যে কতভাবে মানুষের প্রচলিত চিন্তার মূলে ধাক্কা দিতে পারে, মানুষের ভাবনাকে বদলে দিতে পারে, তার নজির কয়েক দিন ধরে বাংলাদেশ দেখছে।
৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন–চার দিন দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, দখল, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটতে থাকে। এসব দুঃখজনক ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে লুট হওয়া সম্পদ ফেরত দেওয়ার আওয়াজ ওঠে। অনেকেই তাতে সাড়া দেন। এটা নিঃসন্দেহে সমাজের সবখানে একটা ইতিবাচক পরিবর্তনের আশা তৈরি হয়েছে, তারই প্রতিফলন।
শিক্ষার্থী–জনতার চরম আত্মত্যাগের মাধ্যমে শুরু হওয়া বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক দলগুলোও ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে। সরকার পতনের পর প্রথম কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে যে দখল ও চাঁদাবাজির খবর আসছিল, তাতে বিএনপির নেতা–কর্মীদের নামই বেশি করে আসছিল। নড়াইলে লুট হওয়া মালামাল ফেরত দিতে বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতারা আহ্বান জানিয়েছেন। এটা ব্যতিক্রম একটি উদ্যোগ।
প্রথম আলোর খবর জানাচ্ছে, ৫ আগস্ট সরকার পতনের পর নড়াইলের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িসহ জেলা আওয়ামী লীগের কার্যালয় ও নেতাদের ঘরবাড়িতে হামলা করা হয়। এ সময় শহরের মাছিমদিয়া এলাকায় অবস্থিত পালকি কমিউনিটি সেন্টারেও ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। এরপর রোববার পৌর শহরের মাছিমদিয়া এলাকায় বিএনপির নেতা–কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানান। তাতে সাড়া দিয়ে বিভিন্ন বাড়ি থেকে খাট, চেয়ার, টেবিল, সোফা, এসি, ফ্যান, থালাবাসনসহ বিভিন্ন জিনিস এনে লোকজন রাস্তায় জড়ো করেন। সেখান থেকে ভ্যানে করে তা প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়।
লুট হয়ে যাওয়া মালামাল উদ্ধারে নড়াইলের এই দৃষ্টান্ত দেশের অন্যখানেও অনুসরণীয় হতে পারে। ৫ আগস্ট সরকার পতনের পর গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ দেশের অসংখ্য স্থাপনা এবং বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনা ঘটে। এসব জায়গা থেকে আসবাব থেকে শুরু করে মূল্যবান নথি ও সম্পদ খোয়া গেছে। জাতীয় স্বার্থেই এসব নথি উদ্ধার করা জরুরি।
আমরা আশা করি, নতুন অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবে। শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক দলগুলো যদি নড়াইলের মতো এমন উদ্যোগ নেয়, তাহলে লুট হওয়া সম্পদ ফেরত পাওয়া সম্ভব।