মতামত/কলাম প্রকাশনার সময়: রবিবার ৮, সেপ্টেম্বর ২০২৪

প্রজন্মের চোখে স্বপ্নের বাংলাদেশ

Share on:

বাংলাদেশ স্বপ্নের দেশ। এ দেশ আমরা গড়ে তুলেছি স্বপ্ন দিয়ে। ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ গড়তে হয়েছিল। কিন্তু একের পর এক শাসক এসে এই সোনার বাংলাকে তারা নিজস্ব আয়ত্তে রাখতে চেষ্টা করেছে।


যে দেশ এক সাগর রক্তের বিনিময়ে কেনা হয়েছিল সে দেশের শাসকরা হয়ে গিয়েছিল স্বৈরশাসক। তারা ভেবেছিল বাঙালি জাতি থেমে গেছে। কিন্তু স্বৈরশাসক কখনো ভাবেনি বাঙালি জাতি থেমে থাকার জাতি নয়।

এই জেনারেশন এতদিন চুপ ছিল কারণ এই জেনারেশনকে প্রকৃত ইতিহাস ই জানতে দেওয়া হয়নি। তারা জানে না মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পর কিভাবে তারা এ দেশ শাসন করেছে। এই প্রজন্ম অন্ধের মত বিশ্বাস করেছিল এক বানোয়াট ইতিহাস। চোখ থাকতেও যেন অন্ধ ছিল তারা। আর যারা জানতেন ইতিহাস তারা তো বলতেই পারতেন না। কেননা এই প্রতিবাদী জাতির বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষের অধিকার। একটি দেশের নাগরিক হিসেবে সবার আগে যেই অধিকার থাকে সেটা হলো ভোটাধিকার। এই স্বৈরাচারী সরকার সাধারণ মানুষের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলো। এ দেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার। দিনে দিনে যখন বৈষম্য ক্যারিয়ারের দিকে ধাবিত হচ্ছে তখন থেকেই দেশের মেধাবীরা বেকার।

দেশের বিভিন্ন পদে নিয়োগ পাচ্ছেন ঘুস দিয়ে আর স্বজনপ্রীতির মাধ্যমে। তখন সোনার বাংলা কে তারা দুর্নীতির বাংলা করে নিয়েছে। এক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীরা তাদের অধিকার নিয়ে রাস্তায় নেমেছে। যেই বাংলার সাধারণ মানুষ ও শাসকরা পাক হানাদার বাহিনীকে আমাদের শহীদদের রক্ত ঝরানোর কারণে প্রাণভরে ঘৃণা করতেন সেই বাংলার শাসক অধিকার আদায়ে রাস্তায় নামা শিক্ষার্থীদের প্রাণ নিয়েছে, রক্ত ঝরিয়েছে, গুম করেছে, নির্মমভাবে গণহত্যা করেছে। কিন্তু তারা ভুলে গেছে এ জাতি সাহসী জাতি, এই জাতি বীরের জাতি, এই প্রজন্ম থেমে যাওয়ার প্রজন্ম নয়। এক পর্যায়ে এই প্রজন্মের হাতে আবারো দেশ স্বাধীন হয়েছে। এই দেশ থেকে স্বৈরাচাররা পালিয়ে গেলেও রয়ে গেছে এক সুশীল সমাজ নামক ভন্ড সমাজ। তারা বলে এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? তাদের উদ্দেশে বলি হ্যাঁ আমরা এমন স্বাধীনতাই চেয়েছিলাম। স্বাধীনতার পরে এটা আমার প্রথম লেখা যেখানে আমাকে ভাবতে হয়নি আমি এটা নিয়ে কোনো সমস্যায় পড়তে পারি কি না। হ্যাঁ এই যে নিজের মনের কথাগুলো নির্দ্বিধায় নির্ভাবনায় নির্ভয়ে লিখতে পেরেছি এটাই স্বাধীনতা।

এই দেশ স্বপ্নের মতোই গড়ে উঠছে। এই দেশ শিক্ষার্থী, শিক্ষকসহ সকল পেশার মানুষদের হাতে গড়ে উঠছে। সবাই বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। সব মানুষ মানসিকভাবে মুক্তি পেয়েছে। অন্যায়কারী ও দুর্নীতিবাজ ছাড়া সকলেই দৈহিক ও মানসিক মুক্তি পেয়েছে। হ্যাঁ এমন সোনার বাংলাদেশ ই আমরা চেয়েছি। এ দেশ আমার দেশ নয় এ দেশ আমাদের দেশ। এ বাংলায় সুখের আবেশ ছড়িয়ে পড়ুক।

দৈনিক সংগ্রাম