আবু সাঈদকে নিয়ে গোলাম মওলা রনি যা বললেন
Share on:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়েছেন। তাকে নিয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি আজ ফেসুবকে স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি বলেন,
সম্মানিত আবু সাঈদ,
আসসালামু আলাইকুম !
প্রিয় ভাই আমার ! কি বলে ডাকিবো আপনায় । বীর, মহাবীর, শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান ! আজকের এই দিনে নুরুলদিনের সেই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন এমন দৃশ্য ইতিহাসে পড়েছি ! যে শহীদি তামান্না নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি ! কিন্তু ২০২৪ সালের ১৬ই জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে !
আপনিতো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন । আমার মতো কাপুরুষ রোজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবো ! আল্লাহর দরবারে কি জবাব দেবো ! আপনার জন্য দোয়া করার সাহস আমার নেই । বরং আপনি আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের কাপুরুষতাকে ক্ষমা করুন ।
আপনার রক্ত- আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের ভীরুতা এবং কাপুরুষতার সাদাকা হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নুর হয়ে আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট রইলো ! আল্লাহ হাফেজ !
উল্লেখ্য, ২২ বছরের আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আবু সাঈদ আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।