editorialbd-logo

মতামত

সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা কেন

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সব দল প্রায় একমত যে, একজন প্রধানমন্ত্রী জীবনে ১০ বছরের বেশি ওই পদে থাকতে পারবেন না। তবে বিএনপি বিষয়টিকে শর্তযুক্ত করতে চায় যে, সেক্ষেত্রে সংবিধানে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বলে সংবিধানে কিছু না রাখা। তাদের মতে, এটা রাখা হলে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পাবে।

নির্বাচন নিয়ে সংশয় কেন

জুলাই ঘোষণাপত্র ও ‘জুলাই সনদ’ নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টিÑএনসিপি জানিয়ে দিয়েছে ৩৬ জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের হাতে আর জুলাই উদযাপনের কোনো নৈতিক বা সাংবিধানিক এখতিয়ার থাকবে না।

ধর্মগুরুর মুখোশ ও বুটে পিষ্ট মানবতা

বাংলাদেশে যারা রাবাইয়ের মুরিদ আছেন। তারা প্রকাশ্যে ইসরাইলের সমর্থন করতে পারছেন না। কলিজা ছিঁড়ে যাচ্ছে। সেটা মেটাচ্ছেন ইরানের দোষ খুঁজে আর বিরোধিতা করে। আর একটা শ্রেণি ধর্মগুরুর ছদ্মবেশ ধারণ করে মুসলমানদের পথভ্রষ্ট ও বিভাজিত করে যাচ্ছে। এই সম্প্রদায় খুব ছোটখাটো বিষয় নিয়ে প্রোপাগান্ডা মেকানিজমের মাধ্যমে নিজ গোত্র, জাতি ও দেশের আওয়ামদের মধ্যে বিভাজনের বীজ বপন করছে। যার রেশ চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম।

নির্বাচনে পিআর পদ্ধতি

হঠাৎ করে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের আলোচনা বেশ জমেছে। মধ্য ও ছোট দলগুলোর বেশ টান আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতির দিকে। জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও সিপিবি এ পদ্ধতির প্রতি প্রায় একাট্টা। এর বিরুদ্ধে শক্ত অবস্থান দেশের প্রধান দল বিএনপির। তারা চায় প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই নির্বাচন।

বিএনপির জন্য পরীক্ষাটা কি কঠিন হয়ে যাচ্ছে

সেখানে জাতীয় ঐকমত্য কমিশন কোন বিষয়ে মোট কতগুলো সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য উপস্থাপন করেছে এবং তার মধ্যে বিএনপি কতটি সুপারিশের বিষয়ে সম্পূর্ণ এবং আংশিক ঐকমত্য পোষণ করেছে, তা সুনির্দিষ্ট করা হয়েছে। তাতে দেখা যায়, বিএনপি অধিকাংশ সুপারিশের সঙ্গেই একমত এবং আরও অনেকগুলোর বিষয়ে আংশিকভাবে একমত পোষণ করেছে।

রাষ্ট্রচিন্তা সাংবিধানিক সংস্কার এবং গণতন্ত্রের ভবিষ‍্যৎ

তবে নির্বাহী বিভাগকে সংসদে জবাবদিহি করার প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে সাংবিধানিক পরিষদের এখতিয়ার তালিকায় অন্তর্ভুক্ত না করার কারণ বোধগম‍্য নয়। তাহলে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটি কি আগের মতোই প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন? উল্লেখ‍্য, অডিটর জেনারেলের দপ্তর নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান নয়; এটি সংসদীয় প্রতিষ্ঠান। এই ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রাখার যৌক্তিকতা নেই। বরং তা প্রস্তাবিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিতে অর্পণই যুক্তিসংগত।

মব, ক্ষোভ ও জাস্টিস

মব জাস্টিসকে জঘন্য অপরাধ জেনেও মানুষ মব জাস্টিস কেন করতে যায়? এই প্রশ্নের সোজাসাপ্টা উত্তর হচ্ছে, মানুষ যখন অপরাধীর বিচার হতে দেখে না, উল্টো অপরাধীকে বিভিন্নভাবে বাঁচানোর চেষ্টা দেখে, অপরাধীরা যখন আইন, প্রশাসন ও কোনো প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় আরো বেপরোয়া হয়ে ওঠে, তখন সাধারণ জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়, সেই ক্ষোভ থেকেই কেউ কেউ মব জাস্টিসের শিকার হন।

জুলাইয়ের ৩৬ দিন : শিক্ষা ও সতর্কবার্তা

ছাত্র-জনতার রক্ত ঝরানো এই আন্দোলনের এক বছর পর নিরাশা কিংবা হতাশার নানা কথা বলা যাবে। কিন্তু এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে কথা বলার স্বাধীনতা ফিরে পাওয়া। প্রায় দুই হাজার মানুষের প্রাণদান, হাজারো মানুষের অন্ধত্ব ও পঙ্গুত্বের বিনিময়ে আমরা গুম, বিচারবহির্ভূত হত্যা, পোশাক পরা ও হেলমেট বাহিনীর হাতে খুন হওয়ার শঙ্কা থেকে মুক্ত হয়েছি। আর কোনো আয়না ঘর কিংবা ডিবি অফিসের গোপন কক্ষে কাউকে আটকে থাকতে হচ্ছে না। আমরা তো এই স্বাধীনতাই চেয়েছিলাম।