editorialbd-logo

সাক্ষাৎকার

একই দিনে ২৩টি চাকরির পরীক্ষা কেন

যানজট ও দূরত্বের কারণে একই দিনে দুটি পরীক্ষা দেওয়াও কষ্টকর হয়ে ওঠে। অথচ বিসিএস পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা যদি বিভাগীয় শহরে হতে পারে, তবে অন্যান্য পরীক্ষাও সেখানে আয়োজন করা সম্ভব।

শরণার্থীর সঙ্গে সংহতি

যেখানে সংঘাত, দারিদ্র্য এবং জলবায়ুর পরিবর্তন খুব তীব্র, সেখানে অভ্যন্তরীণ উৎখাত ঘটে থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই দরিদ্রতম এবং প্রান্তিকতম জনগোষ্ঠীই এতে আক্রান্ত হন। সাম্প্রতিক সময়ে লেবানন, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, ফিলিস্তিন, সুদান ও ইউক্রেনের মতো দেশ এবং ভূখণ্ডগুলোতে সংঘাত ও সহিংসতা বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ উদ্বাস্তুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এ সংখ্যা বর্তমানে আফগানিস্তান, কলাম্বিয়া, সিরিয়া ও ইয়েমেনের বিপুলসংখ্যক উদ্বাস্তুদের সঙ্গে যুক্ত হয়ে একটি বিরাট সংখ্যার জন্ম দিয়েছে। নানা দুর্যোগ মানুষের আবাসন এবং জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে বহু লোক এখনো সেসব ক্ষেত্রে কেন স্থায়ী সমাধান পায়নি এবং বছরের শেষে তারা এখনো উদ্বাস্তু।

শিক্ষা হয়ে পড়েছে বৈষম্য বাড়ানোর অস্ত্র

মনজুর আহমদ: দুর্গতি কাটেনি। আসলে শিক্ষা কখনোই রাজনৈতিক অগ্রাধিকারে স্থান পায়নি। কথায়-কথায় হয়তো হয়েছে। সেই ধারাবাহিকতা এখনো চলছে। আমাদের অনেক আশা ছিল যে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন কিছু উদ্যোগ দেখব, কিন্তু সেটা আমরা দেখিনি।

সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার শ্রমজীবী মানুষ

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। আশির দশকজুড়ে তিনি ট্রেড ইউনিয়ন আন্দোলনে নেতৃত্ব দেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-আইটিইউসিতে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসেরও নির্বাহী পরিচালক। মহান মে দিবস উপলক্ষে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাইফুর রহমান তপন।

ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক অক্ষুণ্নতায় সংকট তৈরি করতে পারে

সৈয়দা সুলতানা রাজিয়া: নারী সংস্কার কমিশনের সদস্যদের বিষয়ে কয়েকটি বিষয় চোখে পড়েছে, যেমন চল্লিশোর্ধ্ব নারীর আধিক্য। ২০-৩০ বছর আগের নারী অধিকার আন্দোলন আর আজকের নারী অধিকার আন্দোলনের পার্থক্য অনেক। তরুণ প্রজন্মের সমস্যা ও চ্যালেঞ্জ আগের প্রজন্ম থেকে অনেক আলাদা।

একান্ত সাক্ষাৎকার ফ্যাসিবাদকে এডজাস্ট করার মানসিকতা থেকে সরে আসতে হবে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে যে কথাটা চালু হয়েছে এটা এই কারণেই হয়েছে যে, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে ছিলাম, এই ছয় সাত মাসের ব্যবধানে বক্তব্যের মধ্যে কিছু ভিন্নতা শোনা যাচ্ছে।

সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানের সমন্বয়ে সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি’ (ডিএআরপিএ) সামরিক আর সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনেক নতুন প্রযুক্তি তৈরি করেছে। আজকের ইন্টারনেট বা জিপিএস তারই উদাহরণ। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা আর মহাকাশ গবেষণায় দ্রুত এগিয়ে যাচ্ছে। এর কারণ হলো তাদের সরকার সামরিক আর বেসামরিক খাতকে মিলিয়ে কাজ করার একটি শক্ত কাঠামো তৈরি করেছে।

ফিলিস্তিনে ট্রাম্পের ভূমিকা মুসোলিনি-হিটলারের মতো

বর্তমানে গাজায় মর্মান্তিক পরিস্থিতি চলছে। সেই জায়গায় আরব দেশগুলোর একটা শক্ত ও ঐক্যবদ্ধ অবস্থান অনেকের মতো আমিও প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, ঐক্যবদ্ধ অবস্থান তো দূরের কথা, কোনোভাবেই আলাদাভাবে শুধু কয়েকটি দেশ ছাড়া সৌদি আরব, কাতারসহ অনেক দেশ এ জায়গায় কোনো ধরনের ভূমিকা পালন করছে না। এটা দুঃখজনক ব্যাপার।