সাক্ষাৎকার
সাক্ষাৎকারে সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার শ্রমজীবী মানুষ
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। আশির দশকজুড়ে তিনি ট্রেড ইউনিয়ন আন্দোলনে নেতৃত্ব দেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এবং আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন-আইটিইউসিতে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসেরও নির্বাহী পরিচালক। মহান মে দিবস উপলক্ষে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সাইফুর রহমান তপন।
ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক অক্ষুণ্নতায় সংকট তৈরি করতে পারে
সৈয়দা সুলতানা রাজিয়া: নারী সংস্কার কমিশনের সদস্যদের বিষয়ে কয়েকটি বিষয় চোখে পড়েছে, যেমন চল্লিশোর্ধ্ব নারীর আধিক্য। ২০-৩০ বছর আগের নারী অধিকার আন্দোলন আর আজকের নারী অধিকার আন্দোলনের পার্থক্য অনেক। তরুণ প্রজন্মের সমস্যা ও চ্যালেঞ্জ আগের প্রজন্ম থেকে অনেক আলাদা।
একান্ত সাক্ষাৎকার ফ্যাসিবাদকে এডজাস্ট করার মানসিকতা থেকে সরে আসতে হবে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে যে কথাটা চালু হয়েছে এটা এই কারণেই হয়েছে যে, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে ছিলাম, এই ছয় সাত মাসের ব্যবধানে বক্তব্যের মধ্যে কিছু ভিন্নতা শোনা যাচ্ছে।
সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানের সমন্বয়ে সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি’ (ডিএআরপিএ) সামরিক আর সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনেক নতুন প্রযুক্তি তৈরি করেছে। আজকের ইন্টারনেট বা জিপিএস তারই উদাহরণ। চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা আর মহাকাশ গবেষণায় দ্রুত এগিয়ে যাচ্ছে। এর কারণ হলো তাদের সরকার সামরিক আর বেসামরিক খাতকে মিলিয়ে কাজ করার একটি শক্ত কাঠামো তৈরি করেছে।
ফিলিস্তিনে ট্রাম্পের ভূমিকা মুসোলিনি-হিটলারের মতো
বর্তমানে গাজায় মর্মান্তিক পরিস্থিতি চলছে। সেই জায়গায় আরব দেশগুলোর একটা শক্ত ও ঐক্যবদ্ধ অবস্থান অনেকের মতো আমিও প্রত্যাশা করেছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, ঐক্যবদ্ধ অবস্থান তো দূরের কথা, কোনোভাবেই আলাদাভাবে শুধু কয়েকটি দেশ ছাড়া সৌদি আরব, কাতারসহ অনেক দেশ এ জায়গায় কোনো ধরনের ভূমিকা পালন করছে না। এটা দুঃখজনক ব্যাপার।
ধর্ষণ মামলার জট কমাতে ‘বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম’
আসিফ নজরুল: মাগুরার শিশুটির ঘটনা ছিল হৃদয়বিদারক। আইন দ্রুত সংশোধন করার ক্ষেত্রে এ ঘটনাটি ভূমিকা রেখেছে সত্য; তবে ওই ঘটনা না ঘটলেও আইনটি সংস্কারে উদ্যোগ নিতাম। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সীমাবদ্ধতা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে আমরা আগে থেকে অবগত ছিলাম। আইনটি সংশোধনের আগে তড়িঘড়ি নয়, ব্যাপক আলোচনা করা হয়েছে। অনেক মহলের মতামত বিবেচনায় নিয়ে সংশোধন আনা হয়েছে।