ডাকসু নির্বাচন নিয়ে আমার প্রেডিকশন বলি। ছাত্র শিবির ভিপি, জি এস সহ বেশীরভাগ আসনে জিতবে। হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে। শিবিরের বিজয় হবে ফেনোমেনাল। ভোটের তফাৎ হবে প্রচুর।
এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু স্যেকুলার এস্টাব্লিশমেন্ট হতে দেবে কিনা শেষ পর্যন্ত এটাই দুশ্চিন্তা। খুব খারাপ কিছু ঘটিয়ে নির্বাচন স্থগিত করে দিতে পারে। বিশেষ করে বামেরা শেষ মুহুর্তে নির্বাচন বয়কট করতে পারে। একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দু:স্বপ্ন বাঙ্গু পোগতিশিল, ভারত বা পশ্চিমাদের নাই।
কিন্তু ঠিকভাবে নির্বাচন হলে এইটার ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদুরপ্রসারি। সেইটা শুধু বাঙ্গু পোগতিশিলেরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না।